Header Ads

Breaking News

 ছায়ার অবহেলা 

মেহেদী হাসান


ক্লান্ত ভীষন প্রখর রোদে 

তৃষিত পথিকের বুক,

হঠাৎ দেখে হাওয়ায় দুলছে

কাশফুলের ই বন।

ডাকছে কেবল দু হাত তুলে ক্লান্ত পথিক

আমার ছায়ায় আসো,

শুভ্র বসন বিছিয়ে দিলাম 

ভালবেসে বসো।

ভালবাসার ওই আহ্বানে পথিক ভাবে

প্রবাদ হয়ত মিছে,

সব ছেড়ে দিয়ে দৌঁড়ে গিয়েছিল

ছায়া পাবার আশে।

কাশবনেতে দুলছ তখন

রৌদ্র হাওয়ার খেলা,

ছায়া কোথায় ফাঁকা যে সব 

কেবল আছে ছায়ার অবহেলা ।

ছায়া দিতে কাশফুলের যে

দারুন ব্যাস্ততা ,

এলোমেলো করে দেয় সব আয়োজন

রোদ হাওয়ার বাস্তবতা।

বাস্তবের ওই রোদ্র হাওয়ায় চলছে খেলা

নিষ্ঠুরতার গানে,

পারেনা কাশফুল ফেরাতে সে সুর

নিয়ম ভাঙ্গার টানে।

হাওয়ায় হাওয়ায় দুলছে কাশফুল

ভুলেছে পথিকের কথা,

নিয়মের ফাঁদে হাসে যে সবাই

বুকে নিয়ে শত ব্যাথা।

কাশফুলের ওই আহবানে ছিল

শিকল ভাঙ্গার গান,

ভুল আহবানে তৃষ্ণার্ত পথিকের তাই

ওষ্ঠাগত প্রান।

...সমাপ্ত...

1 টি মন্তব্য: