Header Ads

Breaking News

নিউজ বোট 24 ব্যুরোঃ  2020 NEET- এর মেধাতালিকায় জায়গা করে নিলেন রাজ্যের ২ জন পড়ুয়া। ওই দুই ব্যক্তির মধ্যে রয়েছেন বিবেক কুমার যিনি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। বিবেক কুমার এর প্রাপ্ত নাম্বার ৭০৫, এবং সর্বভারতীয় তাঁর রাঙ্ক ৩৪। 

 অন্যদিকে সর্বভারতীয় রাঙ্ক ৪৪ নিয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিশ্বাস। 

এছাড়া পিডব্লিউডি ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গ থেকে উপাসনা পাঁজা নামের একজন মহিলা সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিতে পেরেছেন।

গতবছরের তুলনায় পশ্চিমবঙ্গে পাশের হার অনেকটাই কমেছে বলে জানা গেছে।

এই সম্বন্ধিত বিস্তারিত খবর আসছে ...


আমাদের নিউজ পোর্টালটিকে ফলো করে আমাদের পশে থাকুন, এছাড়া যদি আমাদের নিউস এর লেটেস্ট আপডেট এর নোটিফিকেশন আপনাদের মেইলে এ পেতে চান তাহলে আমাদের নিউস পোর্টাল এ আপনাদের মেইল নথিভুক্ত করুন।


এছাড়া যদি আপনারা চান আপনাদের লেখা কবিতা গল্প আমাদের নিউজ পোর্টাল এর ম্যাগাজিনে প্রকাশ করা হোক তাহলে আবাসই আমাদের ফেইসবুক পেজ "লেখনী শক্তি" তে যৌন করুন এবং সেখানে আপনাদের লেখা কবিতা গল্প পোস্ট করুন যদি আমাদের আপনার লেখা কবিতা  লাগে তাহলে আমরা আপনাদের লেখা আমাদের নিউজ পোর্টালের ম্যাগাজিনে প্রকাশ করবো।


1 টি মন্তব্য: